
সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, আমাদেরকে আগের চক, ডাস্টারের পদ্ধতিতে ফিরে যেতে হবে। তিনি বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক আই টু আই হওয়া উচিত। এতে মজা পায় ছাত্ররা। মেধার বিকাশ ঘটে। ক্লাসে অনেক ক্ষেত্রে ডিজিটালের ব্যবহার করা হয়। এতে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ে। এটার এফেক্ট আছে। ইউরোপে আইন করে ডিজিটাইলেশন বন্ধ করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৩ টা থেকে বিকেল পৌণে ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভিসি আরও বলেন, প্রত্যেক শিক্ষককে সেল্ফ স্টাডি করাতে হবে। যেমন ক্লাস সেভেনের একজন মেধাবী ছাত্রকে দিয়ে ষষ্ঠ শ্রেনীর পাঠদান করাবেন। সেল্ফস্টাডি শিক্ষার্থীরা মজা পায়, আড্ডা মারা হয়। পড়াশুনায় মনোযোগী হয়। মানসিক বিকাশ ঘটে।এটি আমার দীর্ঘদিনের গবেষণা।
তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় কেউ আসতে চায়না। বেতন কম। চাকরি না পেয়ে এ পেশায় আসেন। উন্নত দেশে শিক্ষকগণ সম্মানিত বোধ করেন। শিক্ষকরা ড্রিম মেকার, চেঞ্জ মেকার,ক্যারিয়ার মেকার। তাদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাথিমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী নূরুল আজিজ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মস্তাফা সরদার রুমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
সোিমনারের শুরুতে এবারের এসএসসি পরীক্ষার পাসের হার তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল। এরপর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে শন্তিগঞ্জ মডেল নামে একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।
সেমিনারের প্রথম পর্ব সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার দিপান্বিতা দেবী।