সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযান, দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫ | আপডেট: ১:৫৫:পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

‎সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
‎সুনামগঞ্জ শহরে জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে  টকদইয়ের মেয়াদ ও মূল্য লেখা না থাকার দায়ে দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামের এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪ টায় স্থানীয় স্টেশন রোডের দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও এ জরিমানা করেন।

‎এসময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেনসহ সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

‎পরে বিকেল ৫ টা পর্যন্ত শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও মোরগের হাটে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।