
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে জনদুর্ভোগ লাঘবে ভ্রাম্যমান আদালতের অভিযানে কমপক্ষে ৪০টি ভাসমান দোকানপাট অপসারণ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫জন ব্যবসায়ীকে। আজবুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মহসিন উদ্দিনসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়,দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের পথ ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট বসিয়ে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে করে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারিদের।
যেকারণে জনদুর্ভোগে লাঘবে আজ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে শহরের টিএনটি রোড, জগন্নাথপুর বাজারের সবজি বাজার, বড় গলি, ইকড়ছই মাদরাসা পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে কমপক্ষে ৪০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় জগন্নাথপুর বাজারের ৫টি ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বরকত উল্লাহ বলেন, জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।