
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রুমেন মিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় প্রতিবাদসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সহভাপতি আবু হাসান, আর্শ্বাদ আলী বক্স, আজিজুল হক, যুগ্ম সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ জুবেল মিয়া,ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গণঅধিকার পরিষদের সাংগঠনিক হাফিজ হোসাইন আহমদ খান প্রমুখ।