কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫ | আপডেট: ১১:০৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে ৩১ বার তোপধ্বনি, স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ডাকবাংলো প্রাঙ্গণে চারু-কারুকলা মেলা, বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বেলা ২টায় শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী এবং বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান।বিকেল সাড়ে ৩টায় পৃীতিফুটবল ম্যাচ।

সভায় উপস্থিত ছিলেন নবাগত কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা, প্রাণী সম্পদ অফিসার নিবাস পাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল মাসুদ, পৌরসভার সচিব শরদিন্দু রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, খুরশেদ আহমদ সুইট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন ও উপজেলা জামায়াতের সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মতছিন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক,মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাইদ ফুয়াদ, মইনুল হক পবন, মাহফুজ শাকিল ও মহিউদ্দিন রিপনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আল আদনান চৌধুরী, নাগরিক ঐক্য পরিষদ নেতা লিংকন তালুকদার প্রমুখ।