কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসি ব্যাবসায়ীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ


মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সের সম্মুখস্হ কনক ফার্মেসীর স্বত্বাধিকারী সাইফুর রহমান ফুল (৫০) এর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফার্মেসির সম্মূখস্হ প্রধান রাস্তার পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায় বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজস্ব ফার্মেসীর সম্মুখস্হ প্রধান সড়ক পারাপারের সময় ফার্মেসি মালিক সাইফুর রহমানকে ৩ জন আরোহীর দ্রুতগামী এক মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ফার্মেসি মালিকের বাড়ি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে যান।
মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া, মৌলভীবাজার।