সুরুজ্জামান মান্নান অসুস্থ ১৮ ফেব্রুয়ারি জরুরী অপারেশন

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২ | আপডেট: ৩:৩৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

বাংলা কাগজ ডেস্ক : বাংলা কাগজের স্পেন উপদেষ্টা এবং স্পেনের বার্সেলোনার বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশন ও বার্সেলোনা শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান মান্নানের একটি বড় ধরনের অপারেশন হবে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার। দেশে ও প্রবাসে বহু সংগঠনের প্রতিষ্ঠাতা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ওতোপ্রতোভাবে জড়িত সুরুজ্জামান মান্নান সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হলে ডাক্তারদের পরামর্শে তাকে জরুরী এই অপারেশন করাতে হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে ম্যানচেষ্টারের একটি হাসপাতালে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার তাঁর এই অপারেশন করা হবে। সুরুজ্জামান মান্নান তাঁর আশু সুস্থ্যতার জন্য বাংলা কাগজের মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য স্পেনের বাঙালী কমিউনিটির উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে কাজ করা ছাড়াও স্ব-প্রণোদিত হয়ে মানুষের আপদে-বিপদে এগিয়ে গিয়ে সাহায্য-সহযোগিতাকারী কমিউনিটির অত্যন্ত নিবেদিত প্রাণ সুরুজ্জামান মান্নান বর্তমানে স্ব-পরিবারে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে অবস্থান করছেন।

 


উপরের ছবিতে : প্রাকৃতিকে দুর্যোগে আক্রান্ত অসহায়দের সাহায্যার্থে স্পেনের বাঙালী কমিউনিটির পক্ষ থেকে প্রায় সাত লক্ষ টাকা অনুদানের অর্থ প্রদানকালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সুরুজ্জামান মান্নান।