‘আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে : সিইসি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা কিভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজের মধ্যে কথা বলে সিন্ধান্ত নেব। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমোঝোতায় আসবেন বলে আমরা আশা করছি।’

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের দ্বায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে বৈঠক করে, নিজেদের মধ্যে কাজ করবো। আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হব সে বিষয়ে আমাদের আরো চিন্তা ভাবনা করতে হবে। সেটি যথা সময়ে সবাইকে জানানো হবে।’

কোনো ধরনের রাজনৈতিক প্রেসার (চাপ) আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে৷ রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না।
এ ধরণের কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীন ভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কি সেটা আমরা সবাইকে দেখাবো।’

এ সময় অন্যদের মধ্যে আরো ‍উপস্থিত ছিলেন সদ্য নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেওয়া
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কমিশনার মনির হোসাইন খান প্রমুখ।