বার্মিংহামে জকিগঞ্জ উপজেলা প্রবাসীদের উদ্যোগে ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

আহমেদ ক্বাবির : লন্ডনের পাশবর্তী ক্রয়ডন কাউন্সিলের মেয়র বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর শেরওয়ান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহামে বসবাসরত সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রবাসীরা। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক প্রবাসী জকিগঞ্জ উপজেলাবাসীদের উপস্থিতিতে গত ২৪ মার্চ রাতে বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি এম জাকির হুসেইন। বক্তব্য রাখেন সংবর্ধিত লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী,জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা কামাল এম সি এ রহমান,সাধারন সম্পাদক আবুল হুসেন,কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল,বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আব্দুল মালিক পারভেজ,নিউহোপের চেয়ারম্যান আলহাজ¦ ফয়েজ উদ্দিন এমবিই,বার্মিংহামে জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল হক জেপি,মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ,জকিগঞ্জ প্রবাসীদের পক্ষ থেকে আব্দুল হালিম,আখতারুজ্জামান,আবু সাইদ চৌধুরী শাকিল,ফজলে আহমদ চৌধুরী একলিম,মাওলানা মঈনুল হক,মাওলানা মঈন উদ্দিন,মাওলানা ঈমদাদুল হক,আশরাফুজ্জামান,গুলজার আহমদ,কাজী খালেদ আহমদ,এ কে আজাদ লিটু, কামরুল ইসলাম ও বার্মিংহাম সিটি কাউন্সিলের আসন্ন নিবার্চনে স্মলহীথ থেকে ক্ষমতাসীন কনজারভেটিব দলের কাউন্সিলর প্রার্থী একাউন্টেন্ট আবু নওশাদ প্রমূখ।

 

সংবর্ধনায় উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই বাংলাদেশের আব্দুল আহাদ সুমন,সাধরণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,সহ-সভাপতি টিভি ওয়ানের আমিরুল ইসলাম বেলাল,যুগ্ম সম্পাদক আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,কোষাধ্যক্ষ বিঅনটিভি ইউকের আহমেদ কাবির,বাংলা কাগজের জাহেদ উদ্দিন সাজু ও জুনেদ আহমেদ,যমুনা টিভির রিয়াদ আহাদ,দিরাই এসোসিয়েশনের এমদাদুল হক লাভলু,বার্মিংহাম যুব সংহতির আখমল হোসেন প্রমূখ। সংবর্ধনায় যোগ দিয়ে সংবর্ধিত শেরওয়ান চৌধুরী প্রবাসী বাঙালীদের বৃটেনের মূলধারার রাজনীতিতে আরো বেশী সংশ্লিষ্টতার উপড় গুরুত্বারোপ করে বলেন,বাঙালীদের যতো বেশী মূলধারার রাজনীতিতে সংশ্লিষ্টতা বাড়বে ততোই মূলধারার নানা ক্ষেত্রে বাঙালীদের গুরুত্ব বাড়বে আর এর মাধ্যমে আমাদের কমিউনিটির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখা সম্ভব হবে। সবশেষে বিশ^ মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী মৌলানা তাজুল ইসলাম।