বার্মিংহাম আওয়ামীলীগের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

আবু হায়দার চৌধুরী সুইট ঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ বার্মিংহাম শাখা। গত ২৭ মার্চ স্মলহিথের এমটি ক্যাটারিং হলে বার্মিংহাম আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতেতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্টান শুরু হয়। বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন,মিডল্যান্ডস আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খান,কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুস আলী,সাধারণ সম্পাদক রুহুল আমিন,বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আলী হোসেন,বুলন চৌধুরী,মোস্তফা কামাল বাবলু,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ,নুরুল ইসলাম কিসলু,সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু,প্রচার সম্পাদক নাসির আহমদ শ্যামল,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামীম আহমদ ষ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের সদস্য আশিক মিয়া,আমিরুল ইসলাম বেলাল,মুদাব্বির হোসেন,আব্দুল মোহিত,শামীম চৌধুরী,মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু,বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুহেজ,বার্মিংহাম মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বিপাশা জান্নাত স্বপ্না সাধারণ সম্পাদক ফাহিমা রহিম,বার্মিংহাম সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসকর উদ্দিন দুলু,ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া,ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী লিপি আক্তার,যুক্তরাজ্য ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক রাজু আহমদ,বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মঈন চৌধুরী,গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ ভূইয়া,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আবু হায়দার চৌধুরী সুইট,সৈয়দ হোসেন আহমদ,শাওন আহমদ,হাসিব উদ্দিন মতিন,সোহেল আহমদ,কাপ্তান মিয়া,আব্দুল মুকিত প্রমুখ। সবশেষে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ।