রিজিয়া বরাত রিতার সদ্য প্রয়াতঃ স্বামীর স্মরণে বার্মিংহামে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২ | আপডেট: ৪:৫৪:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

আহমেদ সুহেল : যুক্তরাজ্যে বসবাস করা সিলেট গর্ভনমেন্ট উইমেন্স কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অর্গানাইজেশন অব সিলেট গর্ভনমেন্ট উইমেন্স কলেজ এক্্র ষ্টুডেন্ট ইন দ্যা ইউকের দপ্তর সম্পাদক রিজিয়া বরাত রিতার সদ্য প্রয়াতঃ স্বামী মোহাম্মদ সায়েদ মিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শহর থেকে আসা সিলেট গর্ভনমেন্ট উইমেন্স কলেজের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার পরিজনদের উপস্থিতিতে গত ৬ এপ্রিল বুধবার বার্মিংহামের স্মলহীথের একটি হলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কিশোর ইয়াসিন খানের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া ও ইফতার মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা মরহুম মোহাম্মদ সায়েদ মিয়ার জীবদ্দশার নানা সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে তাঁদের সাবেক সহপাঠি রিজিয়া বরাত রিতার প্রতি সমবেদনা ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সিলেট গর্ভনমেন্ট উইমেন্স কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অর্গানাইজেশন অব সিলেট গর্ভনমেন্ট উইমেন্স কলেজ এক্্র ষ্টুডেন্ট ইন দ্যা ইউকের সভাপতি মির্জা ফাতেমা খানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আক্তারুন নেছা চৌধুরী গুলশান ও কোষাধ্যক্ষ তাহেরা আনোয়ার চৌধুরী নাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল পুর্ব আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন রাশিয়া খাতুন,রওশনা আরা পাপিয়া উদ্দিন,ফাহিমা রাহিম,লিজা পারভেজ,শেখ লাকি উদ্দিন,উম্মে মুনমুন চৌধুরী,মমতাজ হোসেন,সাবিহা চৌধুরী,রুমি চৌধুরী,রওশন ফয়েজ চৌধুরী,মমতাজ বেগম সিতি,নিগার সুলতানা জলি,নুরুন চৌধুরী কলি,জলি বেগম,মলি হাসান,জামিলা খাতুন,শাহিনুর বেগম,ইয়াসমিন বেগম,রেহেনা বেগম,হেনা ভূইয়া ও উম্মে শারমীন প্রমূখ। আলোচনা শেষে মরহুম মোহাম্মদ সায়েদ মিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ,বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ¦ খসরু খান,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ¦ ফয়জুর রহমান চৌধুরী এমবিই,সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরী,ব্যরিষ্টার শাম উদ্দিন,দোভাষী মোহাম্মদ রঞ্জু মিয়া,সোনালী সুপার মার্কেটের পরিচালক শেখ আব্দুল খালিক,বাংলা কাগজের উপদেষ্টা ফিরোজ রাব্বানী,কমিউনিটি নেতা রবিউল হোসেন,কাহির মিয়া, ফয়ছল চৌধুরী,পারভেজ হোসেন,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম কোষাধ্যক্ষ আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এলবি টুয়েন্টি ফোর ডট টিভির জিয়াউর রহমান জিয়া, যুমনা টিভির রিয়াদ আহাদ প্রমূখ।