স্পেনের বার্সেলোনায় কাতালোনীয়া যুবলীগের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২২ | আপডেট: ৪:২৯:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

স্পেন প্রতিনিধি: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৯ মার্চ স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনাসভার আয়োজন করা হয়। কাতালোনীয়া যুবলীগের সভাপতি মো. ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পেনের মূলধারার রাজনৈতিক সংগঠন ই.আর.সি দলের নেতা ও জাতীয় সংসদ সদস্য রবের্ত মাসিহ নাহার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়, সান্তা কালোমা আওয়ামী লীগ এর সভাপতি শফিক স্বপন, স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান খান কয়েস, মানবিক সংগঠন পাপেলেস পারা তোদোস এর বাংলাদেশি সমন্বয়ক মোহাম্মেদ কামরুল, সান্তাকোলমা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম, কাতালোনীয়া যুবলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন আমু, স্পেনের রাজনৈতিক সংগঠন ই.আর.সি দলের বাংলাদেশি সমন্বয়ক ছালেহ আহমদ সোহাগ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সান্তা কলোমা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা উদ্দিন, মোশাররফ হোসেন, ইউনাইটেড ইয়াং মুসলিম সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, কাতালোনিয়া যুবলীগের সহ-সভাপতি আরিফ খান কয়েস, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ কিবরিয়া, লিমন আহমদ বিজয়, হাবিবুর রহমান প্রমূখ ।