শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে কাল বাংলাদেশে শোক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২২ | আপডেট: ১২:৩০:পূর্বাহ্ণ, মে ১৪, ২০২২

সংযুক্ত আবর আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আজ শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৩ বছর বয়সী শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিরও শাসক ছিলেন। ১৯৪৮ সালে জন্ম নেওয়া শেখ খলিফা আবুধাবির ১৬ তম শাসক ছিলেন।

 

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের শোক পালন করবে বাংলাদেশ।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে প্রয়াত শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করা হয়।

 

শোক পালন উপলক্ষে আগামীকাল সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।