সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২২ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, জুন ৩, ২০২২

 

স্টাফরিপোর্টারঃ

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরহাদ চৌধুরীকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি দেওয়া হয়।
জানা গেছে, সিলেট জেলার কানাইঘাট উপজেলার অধিবাসী ইউএনও ফরহাদ চৌধুরী ২০১১ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্নের পর ৩১ তম বিসিএস করে ২০১৩ সালে চাকুরিতে যোগদান করেন।

যোগদানের পর তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে নরসিংদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
পরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে কর্মরত থাকা অবস্থায় ২০১৯ সালের ২৯ আগস্ট ইউএনও পদে কুলাউড়া উপজেলায় বদলি হন। কুলাউড়ায় ইউএনওর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালনকালে বৃহস্পতিবার রাতে তাকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি দেওয়া হয়।