ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, কুলাউড়ায় ২ বাংলাদেশি নারী আটক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ | আপডেট: ৫:৫৩:অপরাহ্ণ, জুন ১০, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টহলকালে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চণ্ড্রীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) ও সিলেট জেলার কোতয়ালী থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতের আগরতলার নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানায়।

আটককৃতদের শুক্রবার (১০ জুন) সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।