ওয়েষ্ট ব্রমসউইচে ইউনাইটেড ফুটবল ক্লাবের একবছর পুর্তিতে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২২ | আপডেট: ১০:২১:অপরাহ্ণ, জুলাই ১১, ২০২২

আহমেদ কাবির : খেলাধুলার মাধ্যমে শারিরীক সুস্থ্যতার বিকাশে প্রবাসের নানা ব্যস্ততার মধ্যেও বাঙালীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায় ; অনুশীলনও করে থাকেন অনেকে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বার্মিংহামের পাশর্^বর্তী শহর ওয়েষ্ট ব্রমসউইচে থাকা প্রবাসী বাঙালীদের ক্রীড়া সংগঠন ওয়েষ্ট ব্রমসউইচে ইউনাইটেড ফুটবল ক্লাবের একবছর পুর্তি উপলক্ষে নানা বয়সী বাঙালীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী। স্থানীয় প্রবাসী বাঙালীসহ বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে গত ১০ জুলাই ওয়েষ্ট ব্রমসউইচের নিউ রোডের পাশর্^বর্তী মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। চরম প্রতিদ্ধন্ধিতা পুর্ণ উক্ত ম্যাচে শেষ পর্যন্ত ওয়েষ্ট ব্রমসউইচ ইউনাইটেড ১-০ গোলের ব্যবধানে বেংগল টাইগার্সকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলাশেষে অংশ নেওয়া উভয় দলের সকল খেলোয়াড় কর্মকতাসহ উপস্থিত সুধীবৃন্দদের মধ্যে বিশেষ সম্মাননা মেডেল প্রদান করা ছাড়াও চ্যম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিও প্রদান করা হয়। ওয়েষ্ট ব্রমসউইচে ইউনাইটেড ফুটবল ক্লাবের অন্যতম দুই উদ্যোক্তা হাজী সাইম উদ্দিন ও হিফজুর রহমান খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণীতে অংশ নেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ¦ আজির উদ্দিন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,বি অন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ,স্যান্ডওয়েলের বাঙালী কাউন্সিলর ছইফুল আলম,কমিউনিটি নেতা ফরিদ মিয়া,ওয়াসিমুজ্জামান,সোহেল মিয়া,শামীম আহমদ,জয়নুল আহমেদ,রেজাউল করীম,সাহেদ আহমেদ,লোকমনা চৌধুরী প্রমূখ।