লাল হাভেলীর উদ্যোগে সি আর পির ফান্ড রেইজিং

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ | আপডেট: ৭:১৫:অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

আহমেদ কাবির : বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্থ বা দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কাজ করা প্রতিষ্টান সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এর জন্য ফান্ড রেইজিং করেছে মিডল্যান্ডস তথা যুক্তরাজ্যের অন্যতম বাঙালী প্রতিষ্টান লাল হাভেলী রেষ্টুরেন্ট এন্ড বানকুয়েটিং হল। ব্রিটিশ এমপি,কাউন্সিলরসহ মুলধারার বিভিন্ন শীর্ষজন এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ালসলের লাল হাভেলী বানকুয়েটিং হলে এ উপলক্ষ্যে এক গালা ডিনারও আয়োজন করা হয়। লাল হাভেলী রেষ্টুরেন্ট এন্ড বানকুয়েটিং হলের স্বত্বাধিকারী বিবিসির শেলিব্রেটি শেফ আবুল হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ফান্ড রেইজিং ও গালা ডিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দীর্ঘ ৫২ বছর ধরে বাংলাদেশে বসবাস করা ব্রিটিশ মহিলা সিআরপির প্রতিষ্টাতা ভ্যালোরী টেইলর ওবিই। এসময় ভ্যালোরী টেইলর বাংলাদেশে সিআরপির কার্যক্রমসহ বর্তমান ও এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে অব্যাহত রাখতে কমিউনিটির সকলকে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।


টিভি উপস্থাপক ফারহান মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অন্যান্যদের মধ্যে যোগ দেন ওয়ালসাল সাউথ আসনের এমপি ভ্যালোরি ভাস,ডাডলি নর্থ আসনের এমপি মার্কো লঙ্গি,ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির ওয়েস্ট মিডল্যান্ডসের সাবেক চেয়ারম্যান জিম কুপার,ভ্যালোরি টেইলর ট্রাষ্টের চেয়ারম্যান বেন ক্লাকসন,ট্রাষ্টি মোকতার হোসাইন,আবদুর রশীদ ভুইয়া,মিসেস নাজিয়া রশীদ,বার্মিংহাম বাংলা মেলার চেয়ারম্যান এনাম চৌধুরী,কাউন্সিলর সাইয়িদা আমিনা খাতুন এমবিই,বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ¦ মাফিজ খান,উপদেষ্টা মাফিদুল গণি মাহতাব,ম আ কাদির,জাহেদ উদ্দিন ও এমদাদদুল হক লাভলু,বি অন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ ও সেলস এন্ড মার্কেটিং প্রধান আবু এইচ চৌধুরী সুইট,জি টেনের তিন স্বত্বাধীকারী আবু মিয়া,জরিদ মিয়া ও আব্দুল হক,ইকবাল বানকুয়েটিং হলের স্বত্বাধীকারী আব্দুল ইকবাল,এফবি সুপার মার্কেটের স্বত্বাধীকারী ছুরুক মিয়া,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম বেলাল,ুচলচ্চিত্রকার মকবুল চৌধুরী,আল আমিন হোল সেইলের কামাল মিয়া,পানসী রেষ্টুরেন্টের অন্যতম পরিচালক কামাল আহমেদ,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর ভাইস চেয়ারম্যান খুরশেদুল হক,নারী নেত্রী ফাজলি বিবি,বিশিষ্ট ব্যবসায়ী ডঃ জোশ আহমেদ,দ্য গিল্ড অফ বাংলাদেশীর ইমাম আহমেদ,ওয়ালসল শাহজালার ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের আনহার আহমেদ প্রমূখ। গালা ডিনারে সিআরপির জন্য প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড ফান্ড রেইজিং ছাড়াও অনুষ্টানে উপস্থিত অনেকেই মাসিক ও বাৎসরিক অনুদান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ভেলোরি ট্রাষ্টের নির্ধারিত ফরম পুরণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পি রোজি সরকার।