বনাঞ্চল রক্ষায় সফল ভুমিকা রাখায় শুদ্বাচার পুরস্কার পেলেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ | আপডেট: ৬:৫০:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

প্রাকৃতিক বনাঞ্চলের জন্য বিখ্যাত কুলাউড়া বনবিভাগের অতীত ঐতিয্য ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা পালনের জন্য পুরস্কৃত হলেন বনবিভাগের চৌকুস কর্মকর্তা রেঞ্জ অফিসার মো: রিয়াজ উদ্দিন। সিলেট বিভাগের ২ জন রেঞ্জ কর্মকর্তার মধ্যে কুলাউড়া রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন শুদ্বাচার পুরস্কার অর্জন করলেন। তাঁর পুরস্কার গ্রহনের মধ্য দিয়ে বনবিভাগে একজন সক্রিয়,বিচক্ষন এবং সাহসী কর্মকর্তার কর্মের মূূল্যায়ন হয়েছে বলে অভিমত বনসংশ্লিষ্টদের ।

জানা যায়, কুলাউড়া রেঞ্জ অফিসার হিসাবে রিয়াজ উদ্দিন যোগদানের পর থেকেই গত ২ বছরে বন রক্ষায় ব্যাপক তৎপর ছিলেন। বিশেষকরে নলডরী ও মুরাইছড়া এলাকায় সামাজিক বনায়নের হাজার হাজার কেটে এবং পাহারাদার ও উপকারভোগীদের মারধর করে খাসিয়ারা। এনিয়ে খাসিয়া ও বাংঙ্গালী উপকারভোগীরা মূখোমুখি অবস্থান নেয়। সেসময় জেলা প্রশাসক,পুলিশ সুপার ছুটে আসেন কর্মধায়। বিরোধকালীন সেই সময়ে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা হিসাবে রিয়াজ উদ্দিনকে দায়িত্ব দেয় বনবিভাগ। পরে প্রশাসনের সহযোগীতা নিয়ে কোন ধরনের সহিংসতা ছাড়াই তিনি সামাজিক বনায়ন রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি কুলাউড়া রেঞ্জের বিভিন্ন বিটে খাসিয়া সম্প্রদায়ের কবল থেকে বনভূমি উদ্বার করে সামাজিক বনায়ন প্রকল্প সফলতার সহিত সম্পন্ন করেছেন।