কুলাউড়া পৌরসভায় প্রকল্প উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

কুলাউড়া পৌরসভায় Urban Governance & Infrastructure Improvement programme ( UGIIP ) প্রকল্পের অধীন গত ২৩ আগষ্ট পৌরসভা হলরুমে দুপুরে Sub project development বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন LGED প্রকৌশলীগন। ঢাকা থেকে আগত UGIIP প্রকল্পের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ মিসেস আফসানা এম কামাল, অর্থনীতিবিদ মো. আবুল কাশেম, ইনষ্টিটিউশন এন্ড গভর্নেন্স বিশেষজ্ঞ মো. জাহাঙ্গীর হোসাইন, পুনর্বাসন বিশেষজ্ঞ মো. আব্দুল কাইয়ুম, পরিবেশ বিশেষজ্ঞ মো. জিল্লুর রহমান। ওয়ার্কশপে অংশ নেন কুলাউড়া পৌরসভার নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় উপস্হিত নাগরিক বৃন্দ পৌরসভার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ব্যক্ত কবেন।

 

 

উল্লেখ্য বাংলাদেশের ৩২৯টি পৌরসভার মধ্যে কুলাউড়া পৌরসভাসহ ৩৭টি পৌরসভা এই প্রকল্পে অন্তর্ভূক্ত হয়েছে।