ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ | আপডেট: ১২:৫৯:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

 

সুনামগঞ্জের ধর্মপাশা হাওরে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে খোকন মিয়া (৪০) ও ঝিলন মিয়া (৩৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের বড়ভাই রুকন মিয়া ও গ্রামের মতিন্দ্র আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বজ্রপাতে নিহত খোকন মিয়া ও ঝিলন মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের মনু মিয়া ছেলে এবং মতিন্দ্র গ্রামের পরেশের ছেলে।

 

মঙ্গলবার (৩০ অগস্ট) সকালে উপজেলার শালদিঘার হাওরে এঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিনভাই ও গ্রামের মতিন্দ্র একটি নৌকা বাঁশের ছাই নিয়ে হাওরে মাছ ধরতে যান। হাওরে ছাই পাতার একপর্যায়ে বজ্রপাতে খোকন মিয়া ও ঝিলন মিয়া ঘটনা স্থলেই মারা যান। এতে তাদের বড় ভাই রুকন মিয়া ও গ্রামের মতিন্দ্র আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিহতদের মরহেদ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে

ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।