বার্মিংহামে উলামা পরিষদ মিডল্যান্ডসের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

জয়নাল ইসলাম : বাংলাদেশে কারাবন্দী আলেমদের মুক্তি,মসজিদ মাদ্রাসায় নজরদারী ও ইসলামী শিক্ষাব্যবস্থা সংকোচন নীতির প্রতিবাদে উলামা পরিষদ মিডল্যান্ডস বার্মিংহামে এক প্রতিবাদ সমাবেশ করেছে। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যাক আলেম উলামাসহ সংগঠনের বিপুল সংখ্যাক সদস্যদের উপস্থিতিতে গত ১৯ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহিথের হযরত খাদীজাতুল কোবরা গার্লস স্কুলের হল রুমে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উলামা পরিষদ মিডল্যান্ডসের সভাপতি মাওলানা আব্দুর রব ফয়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েখ মুফতি তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশের শুরুতে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করে নবনিযুক্ত রাজা দ্বিতীয় চার্লসকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শায়েখ মাওলানা এখলাছুর রহমান,মাওলানা আব্দুল আউয়াল,মাওলানা এনামুল হাসান ছাবির,আজহারুল ইসলাম চৌধুরী,মাওলানা শেখ নূরে আলম হামিদী,মাওলানা আফম সুয়েব,ক্বারী ইকবাল হোসেন,মাওলানা আব্দুল মতিন,শেখ মাওলানা সালাউদ্দিন,মাওলানা আব্দুল মালিক,ব্যারিষ্টার মাওলানা হাবীবুল্লাহ,ক্বারী মাওলানা মোদ্দাসির আনোয়ার,সৈয়দ কবীর,হাফিজ আহমেদ হোসাইন,আশরাফুল ইসলাম,মাওলানা মাসুম আহমদ,মাওলানা মামুন আহমদ,মুফতি হোসাইন আহমদ প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে কারাবন্দী আলেমদের মুক্তি,ইসলামী শিক্ষাব্যবস্থা সংকোচন নীতি পরিহারসহ মসজিদ মাদ্রাসার উপর নজরদারী থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। এছাড়া এবিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাওলানা এখলাছুর রহমান।