জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি”এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে, বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেসুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় ,সহকারী শিক্ষা অফিসার রাপরু চাই মারমা,ইউআরপি কর্মকর্তা হারুন রশিদ চৌধুরী, মাধ্যমিক অফিসের একাডেমীক সুপারভাইজার অরূপ কুমার রায়, শিক্ষিকা শিপ্রা রানী রায়,পূর্বা দেব প্রমূখ।

এদিকে দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে পৌর পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, ফেয়ার ফেইসের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী আনহার মিয়া প্রমুখ।