এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ পক্ষ থেকে ৬৩ লাখ টাকার মসজিদভিত্তিক চেক বিতরণ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২ | আপডেট: ১১:৩৪:পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২
স্টাফ রিপোর্টারঃ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত টিআর কর্মসুচীর আওতায় মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষ থেকে ৬৩ লাখ টাকার মসজিদভিত্তিক চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১৩০টি মসজিদের প্রতি মসজিদে ৫০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

 

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি আব্দুল নাহিদ চৌধুরীর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নেতৃত্বে কুলাউড়ার জনগণ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে। তিনি উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, আইনজীবি এড. এটিএম মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক একেএম শাহজালাল, উপজেলা কৃষকলীগের সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, এমপির পিএ জামিল আহমদ মোহন, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, বিশেষ সহকারী শেখ রুহেল, এমপির অন্যতম প্রতিনিধি মতাহির আলম চৌধুরী, হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, মোঃ ছয়ফুর রহমান ছয়ফুল, আহবাব হোসেন রাসেল প্রমুখ। পরে প্রধান অতিথি সফি আহমদ সলমানসহ অন্যান্য অতিথিবৃন্দ মোট ১৩০টি মসজিদ কমিটির সভাপতি সম্পাদক বরাবরে প্রতি মসজিদে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।