রবিরবাজার নোবেল একাডেমিতে ভর্তি শুরু

বাছাই ২২ডিসেম্বর ২০২২ইং

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২ | আপডেট: ১:৪৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

কুলাউড়া উপজেলার রবিরবাজারের জনপ্রিয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান “নোবেল একাডেমি”তে ২০২৩ সেশনে নতুন ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত স্বল্প আসনে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ইতিমধ্যে একাডেমি অফিস কক্ষে ভর্তি ফরম বিতরণ শুরু করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ভর্তি করাতে আগ্রহী সম্মানিত অভিভাবকদের ফরম সংগ্রহ করতঃ আগামি ২২ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সন্তানকে নিয়ে একাডেমি উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন একাডেমির প্রিন্সিপাল প্রবীণ শিক্ষাগুরু সৈয়দ আব্দুর রহমান। ঐ দিনই বাছাই প্রক্রিয়া শেষে কচিকাঁচা সোনামণিদের ভর্তি সম্পন্ন করা হবে।

 

আরও পড়ুন: নোবেল একাডেমি পরিদর্শন করলেন ইউএসএআইডি,সিসেমি ওয়ার্কশপ ও আরডিআরএস এর দেশিবিদেশি প্রতিনিধি দল

 

 

২০১৬ সালে যাত্রা শুরু করে শিশু শিক্ষার্থীদের মাঝে অন্যরকম উৎসাহ আমেজ তৈরি করতে সক্ষম হয়েছে নোবেল একাডেমি।

কোলাহলমুক্ত নিরিবিলি নান্দনিক পরিবেশ,দৃষ্ঠিনন্দন ক্যাম্পাস,বিস্তৃত খেলার মাঠ,শিশুদের মনোবিকাশে নানা ব্যতিক্রমধর্মী আয়োজন আর ধর্মভিত্তিক নৈতিক শিক্ষা প্রদান এবং শিক্ষকদের আন্তরিকতা ও স্নেহ মমতায় পাঠদান তৃণমূল এলাকায় স্থাপিত নোবেল একাডেমির অনন্য বৈশিষ্ট্য।

 

 

আরও পড়ুন : রবিরবাজার “উপজেলা” সময়ের দাবী