শাবিপ্রবির ভিসিকে সরানোর দাবি সংসদে

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ৩:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
জাতীয় সংসদ,ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আজকের (রোববার) মধ্যে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির দুই সাংসদ সদস্য।

রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও পীর ফজলুর রহমান এ দাবি জানান। তারা এ বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আহ্বান জানান।

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘শিক্ষার্থীরা   শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে। শিক্ষার্থীরা ১১ দিন ধরে অনশনে আছেন। ১৬ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এতে করেও কারো টনক নড়ছে না। শিক্ষামন্ত্রী সংসদে আছেন, তিনি বলেছিলেন যে, তোমাদের দাবি দাওয়া নিয়ে ঢাকায় আসো আমার সঙ্গে আলোচনা করতে। ছাত্ররা আন্দোলনের মাঠ ছেড়ে কখনও কারো সঙ্গে দেখা করতে ঢাকা আসবে না আমরা জানি। মন্ত্রীর উচিত ছিল ওখানে ডাবল মাস্ক পরে যাওয়া।’

তিনি আরো বলেন, ‘একজন ভিসিকে সরাতে গিয়ে ছাত্ররা যদি অনশন করে এর চেয়ে দুঃখজনক কিছু নেই। বুঝতে হবে ভিসির উপর ছাত্রদের কোনও আস্থা নেই, বিশ্বাস নেই। তার কোনও ভালোবাসা নেই। তার যদি বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকতো তিনি অবশ্যই ওখান (শাবিপ্রবি) থেকে সরে আসতেন।’

এমপি পীর ফজলুর রহমান বলেন, ‘শাবিপ্রবিতে লাগাতার আন্দোলন চলছে। শিক্ষার্থীরা ভিসির সঙ্গে আলাপ করতে গেলে লাঠিপেটা করা হয়েছে। ছাত্রদের ওপর আক্রমণ করার কারণেই ভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে ভিসি কোনো আলোচনা না করার কারণে শিক্ষার্থীরা আমরণ অনশনে গিয়েছে। অনশনে অসুস্থ হয়ে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু ভিসি আত্মসম্মান বিসর্জন দিয়ে পদ আগলে রেখেছেন। শাবিপ্রবি ভিসি স্বেচ্ছায় পদত্যাগ করতে না চাইলে তাকে আজকের মধ্যে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।’