ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

আমিনুল হক অয়েছ : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা,বাংলা শব্দ লিখা,বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও প্রতিকুতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন,সুধী সমাবেশসহ নানা আয়োজনে গত ১৫ মার্চ ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশনে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এতে প্রবাসে বেড়ে উঠা বিপুল সংখ্যাক শিশু কিশোর ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ এর এবারের প্রতিপাদ্য শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন শীর্ষক চিত্রাংঙ্গন প্রতিযোগিতা ও বাংলা শব্দ লিখায় তিনটি গ্রুপে অংশ নেয় প্রায় শতাধিক শিশু কিশোর। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর জীবনের উপর একটি বিশেষ প্রামাণ্য চিত্রও। সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানমালার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলামকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে অন্যান্যরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানান। শিল্পী বারই এর পরিচালনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উক্ত অনুষ্টানমালায় গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগ ও তার সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে নানা আয়োজনে অংশ নেওয়া শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

 

https://fb.watch/jpGhpagUf3/