অনশন ভাঙবেন না শাবিপ্রবির ২৮ শিক্ষার্থী

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ১১:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

অনশন ভাঙবেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী। বরং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে শপথ করেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মোহাইমিনুল বাশার রাজের নেতৃত্বে শপথ পাঠ করা হয়। পরে রাত সোয়া ৯টায় সংবাদ সম্মেলনে তারা বলেন, ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এরপর আন্দোলনকারীরা তাদের অনশন ভাঙাতে আসেন। এসময় সবার সম্মিলিত অনুরোধেও অনশনকারীরা তাদের অবস্থানে অনড় থাকার কথা জানান।

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।

১৭ জানুয়ারি থেকে বাসভবনের সামনে অবস্থান নিয়ে ২৩ শিক্ষার্থী আমরণ অনশনে বসার পর থেকে অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ। এই অনশনে সর্বশেষ আরো ৪ জন শিক্ষার্থী যোগ দেয়। সর্বমোট ২৮ জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন।