সিলেট শাবিপ্রবির আন্দোলনকারীদের ৬ অ্যাকাউন্ট বন্ধ!

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২ | আপডেট: ১:০৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবির আন্দোলনে নেতৃত্বদানকারীদের ব্যাংক অ‌্যাকাউন্ট, বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ওই সব অ‌্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা আন্দোলনকারীদের খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা করছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) থেকে সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী সাব্বির আহমদ জানান, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যেসব ভাই-আপুরা অর্থ সহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এসব অ‌্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।’

বিকাশের সিলেট ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন বলেন, ‘অ‌্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত অ‌্যাকাউন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও ব্যবসয়িক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি হলে অ‌্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।’ এছাড়া সরকার চাইলেও বন্ধ করে দিতে পারে বলে জানান তিনি।