সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল,প্রাণীসম্পদ দপ্তর কর্তৃকপ্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পেরআওতায় কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে প্রধানঅতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১শ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ,২০জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবংপ্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ জন নির্বাচিত সুফলভোগীদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। কৃষিকর্মকর্তা কার্যালয় কর্তৃত উপজেলার ২৮ জন কৃষককে শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত করা হয়।
আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়।
সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী’র সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতবিন কুতুব,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ,,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ পারভেজ,
চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির ,উপজেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম ,উপজেলা যুবলীগের সভাপতি ফারুখ পাঠান,ইউসিসিএ চেয়ারম্যান হুমায়ুন কবীর,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাখন চকদার,হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান ফারুখ মিয়া,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান ,প্রেসক্লাবসেক্রেটারি সাব্বির হাসান ,সাংবাদিক আইয়ুব খান,ইউ/পি সদস্য সাইমন মুন্ডু,কৃষক আব্দুল বাছির বদু প্রমুখ।
Post Views: ১৩০