হাওর পারের মানুষের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

স্টাফরিপোটারঃ সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন , হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও বাল্য বিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইমাম ও আলিম-উলামাগণসহ সাংবাদিকদের সাথে সমাজের সকল স্তরের মানুষের সম্পর্ক রয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমাম সমাজকে ভূমিকা রাখার আহবান জানান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো: আনোয়ারুল কাদির।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।