এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ই জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পিপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু,অফিসার ইনচার্জ রাশেদুল হক,তথ্য কমিশন সহকারী পরিচালক ও প্রশিক্ষক সালা উদ্দিন, হেলাল আহমেদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে তথ্য অধিকার আইন ২০০৯ এ একজন সাধারণ নাগরিক তার অধিকার সরকারি সেবা,সুবিধা পেতে ও তথ্য জানতে কি কি বিষয় অবলম্বন করতে হয়।প্রশিক্ষকগণ দীর্ঘ আলোচনা করন।এসময় উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টান,সামাজিক সংগঠন ও সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ উপজেলা মাদক বিরোধী শক্তি সংগঠনের সভাপতি এফ এম খন্দকার মায়া,সহ সভাপতি আব্দুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান,পৌর মাদক বিরোধী শক্তির সহ সভাপতি রুয়েল,পাইকপাড়া ইউনিয়ন সভাপতি বাছির,সম্পাদক ডালিম প্রমুখ।