চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৫০ শয্যা
স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
মঙ্গলবার (১৩ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করার মাধ্যমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনুষ্ঠানিক সেবা কার্যক্রমের উদ্বোধন হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক সহ মেডিকেল অফিসার,নার্স ও কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দুপুর পর্যন্ত চালু থাকা স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসরা রোগী দেখবেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা চলবে। এভাবে রোগীরা যেমন মানসম্মত সেবা পাবেন।
এ বিষয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক জানান,
এখন থেকে যে কেউ বিকেল বেলা মেডিকেল অফিসার কে দুই শত টাকা ও বিশেষজ্ঞ ডাক্তার কে তিন শত টাকা ফি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।