কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর সমাপনি ও পুরস্কার বিতরন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর সমাপনি ও পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডাঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও হাসপাতালের এমওডিসি ডাঃ নাজমুস সিয়াম রাফি এর পরিচালনায়
আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্টানে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালেক, হাসপাতালের এমআইসিটি ডাঃ মঈনুল ইসলাম,
কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, নয়াদিগন্ত প্রতিনিধি মইনুল হক পবন, হাসপাতালের পরিসংখ্যান মোঃ তফাজ্জুল হোসেন, নাসিং সুপার ভাইজার দ্বিজেন্দ্র চন্দ্র পাল, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাএী আশরাফি মনির চৌধুরী প্রমুখ। এছাড়া অনুষ্টানে উপস্হিত ছিলেন
স্যানেটারি ইন্সপেকটর জসিম উদদীন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আউয়াল।
অনুষ্টানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার স্বরুপ ক্রেষ্ট বিতরন করা হয়।
উল্লেখ্য,সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ উপলক্ষে সামাজিক নিরাপত্তা,শিশু পুষ্টি, কিশোর কিশোরীদের পুষ্টি, মাতৃপুষ্টি, প্রবীণদের পুষ্টি,এতিমদের মধ্যে খাদ্য বিতরনের পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরনে বিভিন্ন কর্মসুচী পালন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতার কার্যক্রমের অনুষ্ঠান, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো।।