ভাটের ষ্টেশন বাজার প্লাটফর্মে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩ | আপডেট: ২:৫৯:অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকীঃ  কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে ষ্টেশন বাজার প্লাটফর্ম এখন ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে।

এতে এলাকায় মানুষ বিশেষ করে স্টেশন বাজার জামে মসজিদের মুসল্লী, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

দুর্গন্ধে ভোগান্তির পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এলাকার বাসিন্দারা।

এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। পরিবেশ দূষণসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।

এছাড়াও স্টেশন বাজারের কাচামাল, মুদি দোকান ও হোটেল রেস্তোরাঁর সমস্ত ময়লা আর্বজনা সেখানে ফেলে দেওয়া হয়।

সংগ্রহ করা ময়লা-আবর্জনা ফেলার কারণে একদিক দিয়ে চলাচলকারী সাধারণ পথচারী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের।

ময়লা আর্বজনা সেখানে জমা করার কারণে মানুষ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

দুর্গন্ধ ছড়ানোর কারণে এখানে দাঁড়াতে না পেরে খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে বাজার ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন এদিক দিয়ে চলাচল কারী স্কুল কলেজ মাদ্রাসা’র ছাত্র ছাত্রী সহ স্থানীয় জনসাধারণ।