চুনারুঘাটে সর্পদংশন জালালাবাদ গ্যাস কর্মকর্তা জিতুর মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, জুন ২২, ২০২৩
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সর্পদংশনে জালালাবাদ গ্যাস কর্মকর্তা আব্দুল কাদির জিতু’র মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বাদ আছর গোগাউড়া ঈদগা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত আব্দুল কাদির জিতু উপজেলার উত্তর গোগাউড়া গ্রামের কারী আব্দুল গাফফারের পুতঢ।নিহত আব্দুল কাদির জালালাবাদ গ্যাস এ কর্মরত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।তিনি বাড়িতে থাকায় পার্শ্ববর্তী  দিঘি’র নালায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়ে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলায় আষাঢ়ের ঢলে স্থলে উটা জলে মাছ ধরতে গিয়ে পরপর দুজনের মৃত্যু বরণ করায় উপজেলায শোকের ছায়া নেমেছে।
এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্করসহ নির্বাহী সিদ্ধার্থ ভৌমিক শোক প্রকাশ ও সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।