কুলাউড়ায় নন-পিজি খামারিদের হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩ | আপডেট: ৭:১৯:অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

 

স্টাফ রিপোর্টারঃ

 

মৌলভীবাজারের কুলাউড়ায় নন-পিজি খামারিদের হাঁস-মুরগির খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. আবু সুফিয়ান সাকিব কর্মশালায় এ প্রশিক্ষণ প্রদান করেন।

 

প্রশিক্ষণে কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাপ্তাহিক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, দৈনিক দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এলাকার নন-পিজি ৪০ জন নারী- পুরুষ খামারি অংশগ্রহণ করেন।