জগন্নাথপুরে পুড়ানো হলো তিন বস্তা কারেন্ট জাল

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩ | আপডেট: ১২:০০:পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে অবৈধ কারেন্টজাল রাখার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভুঞার এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুরের এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিমের নেতৃত্বে রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে আবুল হোসেন নামের এক ব্যক্তির নিকট থেকে তিন বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এঅভিযোগে ওই ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জালগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভুঞা।