শেফ অনলাইন গুগলের ডিজিটাল মার্কেটিং এজেন্সি ও মেটা বিজনেসের পার্টনার হয়েছে

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ | আপডেট: ৬:৪৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

লোকমান হোসেন কাজী : বিশ্ববিখ্যাত গুগলের ডিজিটাল মার্কেটিং এজেন্সির পার্টনার এবং মেটা বিজনেস পার্টনারের (এজেন্সি স্পেশালিটি) স্বীকৃতি অর্জন করেছে বাঙালীদের দ্বারা পরিচালিত যুক্তরাজ্যের স্বনামধন্য ডিজিটাল প্লাটফর্ম শেফ অনলাইন। সম্প্রতি এক বিশেষ অনুষ্টানের মাধ্যমে আনুষ্টানিকভাবে এই স্বীকৃতির কথা তুলে ধরেন শেফ অনলাইনের প্রতিষ্টাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনীম সালিক। কমিউনিটির সকলকে এই সাফল্যের তথ্য জানাতে লন্ডনের রিভার টেমসের আইকনিক ক্রুজ ভেসেল ডিক্সি কুইন-এ শেফ অনলাইনের পক্ষ থেকে এক আড়ম্ভরপুর্ণ অনুষ্টানের আয়োজন করা হয়। লন্ডন,লুটন,বার্মিংহাম,নর্থহাম্পটন,ম্যানচেষ্টার,ওল্ডহাম,শেফিল্ড,কার্ডিফ,যুক্তরাজ্যের বিভিন্ন শহরের থাকা কারি শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী,শেলিব্রেটি শেফ এবং কমিউনিটির নানা শীর্ষজনের উপস্তিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে আগত সকলেই বাঙালী এই প্রতিষ্টানের সাফল্যের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

সকলের সহযোগিতার মাধ্যমে শেফ অনলাইন জাষ্ট ইট,উভার ইট,ডেলিভারুহসহ অন্যান্য প্রতিযোগির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্টানের সাথে সংশ্লিষ্টরা। এসময় তারা বলেন শেফঅনলাইন শুধু ডিজিটাল ভবিষ্যতের সঙ্গে তাল মেলাচ্ছে না বরং নেতৃত্বও দিচ্ছে। অনুষ্টানে যোগ দেন মুলধারার বিভিন্ন শেলিব্রেটিরাও। তারাও শেফ অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য শেফঅনলাইন বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম,যা এক মিলিয়নেরও বেশি গ্রাহককে এশিয়ান রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়ের সঙ্গে যুক্ত করে নানা সেবা দিয়ে আসছে। নতুন গুগল পার্টনার স্বীকৃতির মাধ্যমে শেফঅনলাইন এখন গুগল অ্যাডস, এসইও এবং পারফরম্যান্স-ড্রিভেন ক্যাম্পেইনে আন্তর্জাতিক মানের সার্টিফাইড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবে। শেফ অনলাইন মুলতঃ যুক্তরাজ্যের কারি শিল্পের খাদ্য সরবরাহের অর্ডারের নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবেও কাজ করছে।