দুস্থ মানবতার কল্যাণে হাত বাড়ায়ে চলো এ জীবন মোরা করি ধন্য সার্থক সে জীবন যে কেবল নিজের তরে নিরত নহে অপরের ও জন্য

মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব:
গ্রেটার সিলেট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ড রিজনের ওয়ালসাল এন্ড ওয়েডনেসবারি শাখার কার্যকরি কমিটির দ্বিতীয় সভায় সভাপতি কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব এ কথাগুলো বলেন।
বাংলাদেশ প্রোগ্রেসিভ সোসাইটির সভা হলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন অভিষেক অনুষ্টানকে সফল করার লক্ষ্যে তাঁদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন ।
আগামী ১৪ই অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্টিতব্য অভিষেক অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় ।
সকলের সম্মতিতে আগামি ১৪ই অক্টোবর ২০২৫ তারিখে ওয়ালসলস্থ ইয়াসমিন ব্যাংকুটিং হল Yasmin Banqueting’ 1 Intown Row, Walsall, WS1 2AD অভিষেক অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যথাক্রমে সাকিকুর রহমান চৌধুরী শাহীন, সৈয়দ আহমদ মুসা,আবুল খাস চৌধুরী, আখতার হুসাইন, আশিক আলী, আবু সুফিয়ান, সিরাজুল ইসলাম, মজম্মিল খান প্রমূখ।
এছাড়া ওয়েস্ট মিডল্যান্ড রিজনের কোষাধ্যক্ষ আহমদ রশিদ উপস্থিত থেকে উপস্থিত নেতৃবৃন্দের কাছে সদস্য কার্ড হস্তান্তর করেন।
পরিশেষে আসন্ন অভিষেক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান করা হয় ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।