ব্রিটিশ র্হাট ফাউন্ডেশনের এশিয়ান বিজনেস বোর্ড গালা ডিনার ও ফান্ড রেইজিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ | আপডেট: ৭:০৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জি এম রাসেল : সংখ্যালঘু কমিউনিটি বিশেষ করে সাউথ এশিয়ান কমিউনিটির মানুষদের স্বাস্থ্য সচেতনতার গবেষনায় তহবিল সংগ্রহের প্রত্যয়ে বার্মিংহামে গত ১১ সেপ্টেম্বর ব্রিটিশ র্হাট ফাউন্ডেশনের এশিয়ান বিজনেস বোর্ড গালা ডিনার ও ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী,ভারতীয়,পাকিস্তানী,শ্রীলংকানসহ সংখ্যালঘু কমিউনিটি এবং মুলধারার নানা শেলিব্রেটি,ব্যাবসায়ী ও নানা শ্রেনী পেশার শীর্ষজনদের উপস্থিতিতে বার্মিংহামের ন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই গালা ডিনার ও ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। অনুস্টানের শুরুতে এই আয়োজন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস বোর্ডের ফাউন্ডার ও প্রধান নির্বাহী আমিনা হোসেন।

বিবিসির জনপ্রিয় উপস্থাপক টমি সানদোর সঞ্চালনায় অনুষ্ঠিত গালা ডিনার ও ফান্ড রেইজিং এ জানানো হয় খ্যদ্যাভাস,নিয়মিত শরীর চর্চা না করা এবং সামাজিক নানা রীতিনীতির কারণে কারণে সাউৎ এশিয়ান মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুকি ব্যাপক এবং হ্রদরোগের হার মারাত্মক আকার ধারন করছে। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও গবেষনার জন্য ব্রিটিশ র্হাট ফাউন্ডেশনের এশিয়ান বিজনেস বোর্ড নানাভাবে কাজ করছে।

 

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের রিসার্চ এডভাইসর ডঃ রোজ কিং ছাড়াও অনুষ্টানে অন্যান্যদের মধ্যে গেষ্ট স্পীকার হিসেবে কবিতা শুক্লা মঞ্চে এসে তার হার্টের অসুখ নিয়ে আভিজ্ঞতার বর্ণণা করেন আর মুল আলোচনা করেন টনি এডামস। হার্টের বিভিন্ন রোগ নিরাময় ও পরামর্শ প্রদানের জন্য কাজ করা এবং তহবিল সংগ্রহে ভ‚মিকা রাখায় এই আয়োজনের ভ‚য়সী প্রশংসা করেন আগত সকলেই।