
রাকিব আহমেদ : বার্মিংহামে চট্রগ্রাম সমিতি ইউকের ৩০ বছর পুর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে চট্রলাবাসীর ঐতিহ্যবাহী মেজবান অনুষ্টান। বার্মিংহাম ও তার পার্শ্ববতী বিভিন্ন শহরে থাকা বৃহত্তর চট্্রগ্রামের বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশীসহ বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১২ অক্টোবর স্মলহীথের একটি বানকুয়েটিং হলে এই মেজবান অনুষ্ঠিত হয়। পারস্পরিক সহযোগিতা সহমর্মিতাসহ প্রবাসে থাকা চট্টগ্রামবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব-ঐক্য ও বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে দীর্ঘ তিন দশক ধরে চট্রগ্রাম সমিতি ইউকে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে আয়োজকরা জানান,তাদের ঐতিহ্যকে ধারন করতেই এই প্রথমবারের মতো বার্মিংহামে মেজবান আয়োজন করা হয়েছে।
https://www.facebook.com/reel/3331665546988578