
ফখরুল ইসলাম সুমন : প্রবাসে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি বিশেষ করে নতুন প্রজন্মের প্রবাসী বাঙালীদের মধ্যে সাংস্কৃতিক মনন বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া বিলেতের স্বনামধন্য র্আট এন্ড কালচার প্রতিষ্টান র্পুবনাট অংশ নিয়েছে বার্মিংহামের ডাডলীর বøাক কাউন্ট্রি লিভিং মিউজিয়াম এর উদ্যোগে অনুষ্ঠিত প্রেষ্টিজিয়াস ফেষ্টিবেল অফ লাইট শীর্ষক এক প্যারোডে। শিশু কিশোর অভিভাবকসহ র্পুবনাটের নানা সদস্য আর বিপুল সংখ্যাক দর্শনার্থীর অংশগ্রহনে ১৯ অক্টোবর ডাডলীতে আর ২০ অক্টোবর বার্মিংহামের স্মলহীতে এই প্যারোড অনুষ্ঠিত হয়। এই আয়োজনে র্পুবনাট টাইগার অন দা মুভ নাম দিয়ে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগারের আদলে নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন বিভিন্ন কারুকার্য প্রদর্শন করে। এধরনের আয়োজন মাধ্যমে ব্রিটিশ মুলধারার কৃষ্টি ও সংস্কৃতির সাথে বৃটিশ বাঙালী নতুন প্রজন্মের একটি সেতুবন্ধন সৃষ্টি হবে বলে অনেকেই মনে করেন। উল্লেখ্য গত বছরও ডাডলীর বøাক কাউন্ট্রি লিভিং মিউজিয়ামের সাথে পার্টনারশীপ থেকে পুর্বনাট এই আয়োজনে অংশ নিয়েছিলো।
https://www.facebook.com/reel/786990427488583