বার্মিংহামের বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস চার দশক পুর্তি অনুষ্টান

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ | আপডেট: ৭:০৭:পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

ফখরুল ইসলাম সুমন : আড়ম্ভরপুর্ণ নানা আয়োজনে,উৎসবে গৌরবের চার দশক উদযাপন করেছে বার্মিংহামের বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস। চার দশকে পদার্পন করাকে স্মরণীয় করতে সংগঠনটির পক্ষ থেকে গত ২০ অক্টোবর আয়োজন করা হয় দিন্যব্যাপি অনুষ্টান মালা। শিল্প-সংস্কৃতি-কৃষ্টির সাথে সংশ্লিষ্ট বাঙালী কমিউনিটির সৃজনশীল নানা গুনীজন এবং প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে বার্মিংহামের একটি হলে এই অনুষ্টানমালা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সম্পাদিকা হাফিজা ইসলামের সঞ্চালনায় সাধারণ সম্পাদক জায়েদ খান,ডঃ মিনার ও ডক্টর উম্মে রুমানা হকের তত্বাবধানে শুরু হওয়া গৌরবের ৪০ বছর শীর্ষক এই অনুষ্টানে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ তৌফিক ইসলাম। শুরু থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের চার দশকের বর্ণাঢ্য পথচলায় নানাভাবে ভ‚মিকা রাখায় অনুষ্টানে ১৪ জনকে বিশেষ সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। একই সাথে এওয়ার্ড প্রদান করা হয় নবপ্রজন্মের কৃতিমান বেশ ক‘জন প্রতিভাময়ীদেরও। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল এমবিই। আর বিশেষ অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারী হামিদা খাতুন।

বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের চার দশক পুর্তিতে শুভেচ্ছা জানাতে অনুষ্টানে যোগ দেন,বিঅন টিভি ইউকে প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমনসহ বাঙালী কাউন্সিলর মমতাজ হোসেন,ডাক্তার সাইদ,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, কমিউনিটি ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন চৌধুরী,রওশন চৌধুরী,আবু জাহের কাবির,ডঃ মিজান প্রমূখসহ অন্যান্যরা। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। নৃত্যশিল্পি অনন্যার দৃষ্টিনন্দন নৃত্য ছাড়াও এতে সঙ্গীত পরিবেশন করেন ইশতিয়াক,ডাক্তার মিনার,বাপিতা ও প্রীতমসহ অন্যান্যরা।