
আহমেদ কাবির : নান্দনিকতায় আভিজাত্যে আর কৃষ্টি ঐতিহ্যের ছোয়ায় নানা আয়োজনে প্রবাসে হওয়া বাঙালী বিয়ে-শাদীগুলোর ধরনই থাকে অনেক বৈচিত্রময়। সেইসব বৈচিত্রময়তার প্রায় সবগুলোর বহিঃপ্রকাশেই লন্ডনে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার – ২০২৫। বিয়ে সংক্রান্ত বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্টানের কর্ণধার,কর্মকর্তা আর লন্ডনসহ বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটির মানুষদের সরব উপস্থিতিতে গত ১৯ অক্টোবর লন্ডনের রয়েল রিজেন্সি হলে দিনব্যাপি অনুষ্ঠিত হয় এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার। মনোমুগ্ধকর আর আকর্ষনীয়তায় ভরপুর দিনব্যাপি অনুষ্ঠিত এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের মঞ্চে ছিলো প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে বাঙালীয়ানায় ফ্যাশন শো,সঙ্গীতসহ সাংস্কৃতিক দৃষ্টিনন্দন নানা পরিবেশনা। ফ্যাশন শোতে অংশ নেয় বিলেতের স্বনামধণ্য ফ্যাশন ডিজাইনারদের তত্বাবধানে বিয়ের পোষাক-আষাক পরা তরুন-তরুনীরা। ওয়েডিং ফেয়ারে প্রবাসে বেড়ে উঠা তরুন তরুনীদের যেমন ভীড় ছিলো তেমনি ছিলো অনেক অভিভাকদেরও ভীড়। ছিলো দেশীয় খাবার পণ্য এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন সেবাপ্রদানকরাী প্রতিষ্টানের প্রায় অর্ধশতাধিক ষ্টল। সেখানে অনেক বাঙালী তরুণীদের সেজে থাকতে দেখা যায় অনেকটা কনে কিংবা বিয়ে বাড়ীর স্বজনদের সাজে। এর মধ্যে একটি ষ্টলে ছোট্ট এক শিশুকে দেখা যায় চ্যারিটির জন্য বিভিন্ন ক্ষুদে পন্য বিক্রি করতে। কমিউনিটির অন্যতম বৃহৎ এই আয়োজন ২০১৬ সাল থেকে লন্ডনে নিয়মিত হয়ে আসছে। এই আয়োজনের বিষয়ে কথা বরেন লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের প্রধান নির্বাহী আহাদ আহমেদ ও পরিচালক সোহানা আহমেদ।
https://www.facebook.com/reel/1829722577641751