সুনামগঞ্জ-৩ আসনে কোটিপতি ৪ লাখপতি ৫ প্রার্থী উচ্চ শিক্ষিত থেকে স্বশিক্ষিত সবই রয়েছে

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬ | আপডেট: ১:২৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি –

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন নয়জন প্রার্থী। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত পাঁচজন ও স্বতন্ত্র প্রার্থী চারজন মনোনয়ন দাখিল করেছেন। তাদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায় শিক্ষাগত যোগ্যতায় ছয়জন উচ্চ শিক্ষিত, একজন স্বশিক্ষিত, একজন দশম শ্রেণি ও একজন পঞ্চম শ্রেণি । পেশাগত দিক দিয়ে একজন ব্যরিষ্টারসহ চারজন আইনজীবি রয়েছেন। ব্যবসায়ী তিন জন। কৃষক রয়েছেন দুই জন।

তাদের মধ্যে ৫ জন প্রবাসী রয়েছেন। একজন সবোর্চ্চ ৩৩ মামলার আসামি ছিলেন। কোটিপতি প্রার্থী রয়েছেন ৪ জন ও লাখপতি প্রার্থী রয়েছেন ৫ জন।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জেলার অন্যতম ভিআইপি আসন হিসেবে পরিচিত। এ আসনে এবার ভোটযুদ্ধে অংশ নিতে মনোনয়ন দাখিলকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। শিক্ষাগত যোগ্যতা স্ব শিক্ষিত উল্লেখ করেন। বার্ষিক আয় দেখিয়েছেন ২৬ লাখ ৭০ হাজার। কৃষি খাতে ৬ লাখ ব্যবসা ৫ লাখ ও প্রবাসে ব্যবসা থেকে ১৫ লাখ টাকা আয় করেন।নগদ অর্থ ৩৩ লাখ,ব্যাংকে জমা এক কোটি ৩৩ হাজার। বিদেশী মুদ্রা বাংলাদেশী মুদ্রায় ৩৩ লাখ ৬০ হাজার।স্ত্রীর নামে স্বর্ণালংকার ৪০ ভরি নিজের নামে ২০ ভরি,শেয়ারের পরিমাণ এক কোটি ৩০ লাখ,গাড়ি ৭৫ লাখ টাকা,বিদেশে গাড়ি দুটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা, মোট সম্পত্তি ৪ কোটি ১৭ লাখ স্ত্রীর নামে ৪০ লাখ ৬০ হাজার টাকা স্হাবর সম্পত্তি ২০ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৩৪৩ টাকা। মোট মামলা ৫ টি চারটি খালাস ও একটি অব্যাহতি পেয়েছেন।তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৮ কোটি ৩০ লাখ ২ হাজার ৫৭৮ টাকা।

 

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন। শিক্ষাগত যোগ্যতা এম এ এলএলবি উল্লেখ করেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৫ লাখ ৭৬ হাজার। কৃষি খাতে ১৫ হাজার দুইশত টাকা ব্যবসা ৪ লাখ ৬০ হাজার টাকা বাড়ি ভাড়া থেকে আয় ১ লাখ ৮০০ টাকা নগদ অর্থ ১৫ লাখ ৫৫ হাজার ৪২৮ টাকা। ব্যাংকে জমা ২ হাজার ৫৩০ টাকা । নিজ নামে স্বর্ণালংকার দেড় লাখ টাকা, গাড়ি ৯০ হাজার, অন্যান্য ২ লাখ ১০ হাজার টাকা।
মোট স্হাবর সম্পত্তি ৪৯ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা।

তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৭৫ লাখ ৮৪ হাজার ৭০৮ টাকা বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী ইয়াসীন খান একজন আইনজীবী। শিক্ষাগত যোগ্যতা এম এ (ইংরেজি) তিনি ৩৬ মামলার আসামি ছিলেন। তাঁর মধ্যে তিনটি চলমান রয়েছে। বাকি মামলা থেকে খালাস,প্রত্যাহার,নিস্পত্তি পেয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৩৩৩ টাকা পেশা থেকে ৬ লাখ ২৭ হাজার ২০০ টাকা বাকি ব্যাংক থেকে প্রফিট ৯ হাজার১৩৩ টাকা । তা়র অস্থাবর মোট সম্পত্তি ৩৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা, নগদ অর্থ ১০ লাখ ১৪ হাজার ৯০০ টাক, স্বর্ণালংকার ১৫ ভরি,ব্যাংক ও শেয়ারে ৬ লাখ ২২ হাজার টাকা। স্হাবর সম্পত্তি রয়েছে কৃষি খাতে ৬ লাখ ৩৫ হাজার টাকা। তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২৫ লাখ ৭৩ হাজার ৯৪ টাকা।

আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম একজন ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতা এমবিএ। তিনি ৩ মামলার আসামি ছিলেন। বর্তমানে নিস্পত্তি রয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ ৫৬ হাজার টাকা ব্যবসা থেকে আয় ৮লাখ ৬৭ হাজার বাকি অন্যান্য ৮৯ হাজার টাকা। নগদ ৫ লাখ ৩৯ হাজার ৫২৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ১৯ হাজার ৪৭১ টাকা,বন্ড সঞ্চয়পত্র ৬ লক্ষ টাকা, গাড়ি ৩২ লাখ টাকা, স্হাবর সম্পত্তি রয়েছে কৃষি খাতে ১১লাখ ৪৫ হাজার ৪০০ টাকা অকৃষি জমি ২৯ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।বাড়ি/ অ্যাপাটমেন্ট ১ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ব্যাংক ঋণ ৫৪ লাখ ১৯ হাজার ৩৬৭ টাকা। তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৭ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৪৮ টাকা।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন একজন আইনজীবী। শিক্ষাগত যোগ্যতা ব্যারিষ্টার এট ল(এমএসএস) আন্তর্জাতিক সম্পর্ক। তাঁর কোন মামলা নেই।

বার্ষিক আয় দেখিয়েছেন ৩৪ লাখ ৫৩৪ টাকা. শেয়ার বন্ড সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে ৩০ লাখ ৪০ হাজার ৫৩৪ এবং পেশা থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা। নগদ অর্থ ২ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৬৭৪ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ১৬ লাখ ৪২ হাজার টাকা। স্ত্রীর নামে ব্যাংকে জমা ১ লাখ ৪৫ হাজার টাকা, বন্ড ঋণপত্র শেয়ার ৫১ লাখ টাকা, সঞ্চয়পত্র ১ কোটি ৬৭ লাখ টাকা। স্ত্রীর নামে সঞ্চয়পত্র ৮০ লাখ ৭৫ হাজার টাকা গাড়ি ৩৭ লাখ ২৮ হাজার টাকা। স্ত্রীর নামে স্বর্ণালংকার ৫০ ভরি আগোয়াস্ত্র ১ লাখ, স্হাবর সম্পত্তি রয়েছে কৃষি খাতে স্ত্রীর নামে জমি ১৮লাখ ৪৯হাজার ১০০ টাকা অকৃষি জমি ও গুলশান ঢাকায় ফ্ল্যাটবাড়ি বর্তমান বাজার মূল্য এক কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে স্হাবর সম্পত্তির বাজার মূল্য ৭৬ লাখ ৪০ হাজার টাকা, এছাড়াও যৌথ মালিকানায় তাঁর অংশ রয়েছে ৪ কোটি ৯৫ লাখ টাকা।

তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১০ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৫১৭ টাকা।
খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমেদ শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিনি যুক্তরাজ্য প্রবাসী।
তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ১০ লাখ ৭ হাজার ১৬ টাকা।
স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার শিক্ষাগত যোগ্যতা এলএলএম পিএইচডি। পেশায় আইনজীবী। বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৪২৯ টাকা।

তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২৬ লাখ ৫০ হাজার ৭২৩ টাকা।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী পেশা কৃষি শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি বার্ষিক আয় ৩০ হাজার টাকা,
মোট সম্পত্তি ৩৪ লাখ ৩০ হাজার টাকা।

স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ পেশা কৃষি শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি মামলা ৪টি থেকে খালাস প্রাপ্ত। বার্ষিক আয় ৩ লাখ ২০ হাজার টাকা।তিনি আয়কর রিটার্নে প্রদর্শিত সম্পদের পরিমাণ দেখিয়েছেন
দুই লাখ স্ত্রীর নামে ছয় লাখ টাকা রয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী প্রার্থীদের মধ্যে শিক্ষা ও সম্পদে এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন।

এ আসনের একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। এ উপজেলায় ভোট কেন্দ্র ৯০ টি,ভোটকক্ষ স্হায়ী ৪৩১ অস্হায়ী ৮পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৬২৯জন।নারী ভোটার ১ লাখ ৮ হাজার ২৮৩ জন। হিজড়া ৪ জন। শান্তিগঞ্জ উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ১,৫৪,১০০ জন।