২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা পরিলক্ষিত হচ্ছে না নজরুল ইসলাম খান

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫ | আপডেট: ৬:৫৭:অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫

বাংলা কাগজ ডেস্ক :  ২০২৬ এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধা দেখছে না বলে মন্তন্য করেছেন বিএনপির নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যমত সদস্য নজরুল ইসলাম খান। তিনি ১ অগাষ্ট শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসায় যাওয়া বিএনপির এক প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা সৌজন্য সাক্ষাতে মিলিত হোন। তবে এটিকে সৌজন্য সাক্ষাৎ বললেও আগামী নির্বাচনকে সামনে রেখে দলটির নেতারা হেফাজতে ইসলামের নেতারাসহ আলেম-ওলামাদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশায়ই এই সৌজন্য সাক্ষাতের মুল কারন বলে জানা গেছে।
এসময় নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা হবে কি হবে না এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা বিশ্বাস করি শিগগিরই সরকার এ ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য দেবে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ ৮২৬টির মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে উল্লেখ করে সাংবাদিকদের বলেন,জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া করা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে।
এর আগে হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রয়াতঃ আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপির নেতৃবৃন্দ। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন।
উল্লেখ্য গত ২০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে চট্টগ্রামে গিয়ে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলামসহ নেতা-কর্মীরা।