কুলাউড়া থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩ | আপডেট: ১২:১৬:পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

মো: ইব্রাহীম আলী, কুলাউড়া : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পরিদর্শন করেছেন, জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মনজুর রহমান পিপিএম (বার)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তিনি কুলাউড়া থানায় পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, থানার বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরে তিনি থানার অফিসার ও ফোর্সদের আয়োজনে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার পর্যায়ক্রমে অ্যালার্ম প্যারেড, নারী ও শিশু হেল্প ডেস্ক, রেজিস্টার বহি, থানা চত্বরসহ প্রতিটি কার্যক্রম খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুত পুলিশি সেবা প্রদানে সকল অফিসার ও ফোর্সসহ গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।