৫ জুন বার্মিংহামে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সেমিনার ও ফান্ড রেইজিং

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ | আপডেট: ৭:২৫:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

জয়নাল ইসলাম :  আগামী ৫ জুন বার্মিংহামে ক্যান্সারের বিষয়ে সচেতনতা নিয়ে Let Beat Cancer শীর্ষক এক সেমিনার ও ফান্ড রেইজিং করবে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল। গত ২৬ জানুয়ারী বার্মিংহামের স্মলহীথের একটি হলে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ট্রাষ্টি ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে উক্ত সেমিনার ও ফান্ড রেইজিং সফল করার জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাষ্টি মনিরুল হকের সভাপতিত্বে ও ফরহাদ হোসাইন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী এম সাব উদ্দীন,ফাইনেন্স ডাইরেক্টর সেলিম উদ্দিন জেপি,সিনিয়র ফান্ড রাইজিং ডাইরেক্টর আব্দুস শফিক,কোম্পানি ডাইরেক্টর নাসির উদ্দিন,ফান্ড রেইজিং ডাইরেক্টর আজিজুর রহমান,ট্রাষ্টি আজাদ হোসাইন,কবীর উদ্দিন,আলমগীর হোসেন প্রমূখ। উল্লেখ্য আগামী আগামী ৫ জুন রোববার বার্মিংহামের বাঙালী অধ্যুষিত স্মলহীথের বিয়া লাউঞ্জে খLet Beat Cancer শীর্ষক উক্ত সেমিনার ও ফান্ড রেইজিং অনুষ্ঠিত হবে।