চুনারুঘাটে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এডভোকে্সি নেটওয়ার্ক কমিটির বিভাগীয় এসিস্ট্যান্ট ফ্যাসিলিটর জুবায়ের আহমেদের সভাপতিত্ত্বে ও এডভোকে্সি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুলমিয়া খন্দকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,উপজেলা সমাজসেবা উপ সহকারী কর্মকর্তা মুক্তা দাশ,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মাসুদ কায়সার ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)এর বিভাগীয় কমিটির সদস্য সাংবাদিক ইমদাদুল হোসেন খান।
 হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা আজ বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।এতে বিষয়ের আলোকে
ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর জোবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ, বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি ও নাগরিক উদ্যোগের চেইঞ্জ এজেন্টবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি হিজরা(থার্ড জেন্ডার) রঙিলা বেগম,সুশমিতা বেগম,চা জনগোষ্ঠীর প্রতিনিধি মুন্নী বাকতি,রবিদাশ প্রতিনিধি খোকন রবিদাশসহ এডভোকে্সি নেটওয়ার্ক কমিটির স্বপন সাই,কৃষ্ণ কুমার,আকরামুল হক,সাংবাদিক তোফাজ্জল প্রমুখ।