বার্মিংহামে ই পাসপোর্ট মিশনের উদ্বোধন

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩ | আপডেট: ৩:২৯:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

 

শাহিন চৌধুরী, বার্মিংহাম থেকেঃ

 

প্রবাসে ৩৭তম ই পাসপোর্ট মিশনের শুভ উদ্বোধন করা হয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ই পাসপোর্টের শুভ উদ্বোধনী ঘোষণা করেন। এতে বার্মিংহামের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ থেকে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগুচ্ছে বাংলাদেশ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শুক্রবার বার্মিংহাম সহকারী হাইকমিশনে ৩৭তম ই পাসপোর্টের শুভ উদ্বোধন করা হয়। এতে বার্মিংহাম ও পার্শ্ববর্তী শহরের প্রায় দুই লাখ প্রবাসী ই পাসপোর্টের সুবিধা পাবেন । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন এই ই- পাসপোর্টের মাধ্যমে প্রবাসীরা দ্রুততার সহিত একটি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন- জননেত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, এই ই পাসপোর্ট স্মার্ট বাংলাদেশ গড়ার একটি প্রথম পদক্ষেপ।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সহকারী হাইকমিশনার আলিমুজজামানের সভাপতিত্বে ও মিশনের প্রথম সচিব নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকি ও মিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ই পাসপোর্টের প্রচলন বাঙ্গালী জাতির জন্য এক যুগান্তকারী অধ্যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন-কাউন্সিলর সাদেক মিয়া সামসু, কাউন্সিলর মমতাজ হোসাইন, কাউন্সিলর মায়া আলী ।